মেডিকেলে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মেনে ফল প্রকাশে হাইকোর্টের নির্দেশ

মেডিকেলে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মেনে ফল প্রকাশে হাইকোর্টের নির্দেশ

মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এ মেডিকেল পরীক্ষায় ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মেনে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রিটকারীর আইনজীবী মুনতাসীর উদ্দিন আহমেদ বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দেওয়ার বিধান থাকলেও সেটি মানা হয় না।

তিনি জানান, এ নিয়ে মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি চালাচালি করেও কোন ফল না পেয়ে হাইকোর্টের রিট দায়ের করেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংগঠনের সভাপতি ওয়াহিদুল ইসলাম তুষার।

মেডিকেলের মোট আসনের ২০ শতাংশ জেলা কোটার জন্য বরাদ্দ ছিলো, যা বর্তমানে বাতিল ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, সরকারি মেডিকেলের জন্য মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে এ বছরই ১ হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে।

অন্যদিকে বেসরকারি মেডিকেলের জন্য আসন রয়েছে ৬ হাজার ৩৪৮টি এবং আর্মি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ৩৭৫টি আসন বরাদ্দ করা হয়েছে।

Share your comment :